ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নিয়েছেন অভ্যুত্থানে আহতরা
সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।
রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন তারা।
রাত সাড়ে ১২টার দিকে রমনা থানার (ওসি অপারেশন) আতিকুল ইসলাম খন্দকার এই তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে জুলাই অভ্যুত্থানে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবনে সামনে অবস্থান করছেন।
আরও পড়ুনএর আগে সন্ধ্যা সাড়ে ৭টার পর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন ভিআইপি সড়কে পৌঁছালে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের বাধা দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাধা পেয়ে সেখানেই সড়ক আটকে বিক্ষোভ করেন অভ্যুত্থানে আহতরা।
এর আগে, একই দাবিতে (সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি) গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আহতরা।
মন্তব্য করুন