ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

পাথরঘাটায় বিএনপি নেতাকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা

পাথরঘাটায় বিএনপি নেতাকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক: বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আবুল হোসেন ফুয়াদ (৪৫) নামের এক বিএনপি নেতাকে কোপানের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গোলাম মাওলার বিরুদ্ধে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। আহত আবুল হোসেন ফুয়াদ কাকচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন ফুয়াদ। এ সময় ছাত্রলীগ নেতা গোলাম মাওলাসহ ৮ থেকে ১০ জন তাকে কুপিয়ে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আবুল হোসেন ফুয়াদ বলেন, ‘‘গত বৃহস্পতিবার রাতে কাকচিড়ার বিভিন্ন স্থানে ‘শেখ হাসিনাতেই আস্থা, বিজয় আসবেই’ এমন শ্লোগানের পোস্টার লাগালে পরের দিন আমিসহ বিএনপির নেতাকর্মীরা পোস্টারগুলো ছিঁড়ে ফেলি। এর জেরে আমার ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতা গোলাম মাওলাসহ আরো কয়েকজন।’’

আরও পড়ুন

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, ‘‘প্রকাশ্যে আসতে না পেরে আওয়ামী লীগ ও এর সাঙ্গপাঙ্গরা গুপ্ত হামলা চালাচ্ছে। আমরা আর বসে থাকব না। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আমরা আন্দোলন শুরু করব‌।’’

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ‘‘এ ঘটনায় রাজনৈতিক কোনো বিষয় প্রাথমিক তদন্তে পায়নি পুলিশ। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু করেছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

বান্ধবীর সঙ্গে ঘুমোচ্ছিলেন যুবক, গুলি করে দিল পোষ্য কুকুর!

লাখ টাকায় বিক্রি হচ্ছে হোলির পিচকারি! 

চরিত্র হয়ে পর্দায় ফিরতে চান ফারিয়া

বাংলাদেশি মেয়েদের চাকরির আশ্বাসে ভারতে এনে পতিতাবৃত্তি করানো হতো

রমজানে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি খাবার মুসাখখান