ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২০ মৃতদেহ উদ্ধার

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২০ মৃতদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজা উপত্যকা থেকে আরও ২০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উত্তর গাজার একটি পরিত্যক্ত জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে সিভিল ডিফেন্স উদ্ধারকারী দল। সোমবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

প্রতিবেদনে বলা হয়েছে, আনাদোলুর সংবাদদাতা রোববার (২ ফেব্রুয়ারি) উত্তর গাজার শেখ জায়েদ শহরে একটি ধ্বংসপ্রাপ্ত স্কুলের কাছে একটি খালি জমিতে বালির স্তূপ থেকে মৃতদেহ উদ্ধার অভিযান প্রত্যক্ষ করেছেন। উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট এক উদ্ধারকর্মী বলেন, দক্ষিণ গাজা উপত্যকা থেকে ফিরে আসা বাস্তুচ্যুতদের জন্য একটি পরিত্যক্ত সমতল জমিতে আশ্রয় শিবির তৈরি করার সময় এসব মরদেহ উদ্ধার হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকারী বলেন, এই মৃতদেহগুলো ফিলিস্তিনিদের; যাদের ইসরাইলি সেনাবাহিনী হত্যা করে এখানে সমাহিত করেছিল। তিনি আরও বলেন, মৃতদেহগুলো উদ্ধারের পর থেকে অনেক সময় অতিবাহিত হলেও এখনো সেগুলো শনাক্ত করা যায়নি। 

গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে, ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের ধ্বংসস্তূপ এবং গাজা উপত্যকার রাস্তা থেকে শতশত ফিলিস্তিনির মরদেহ উদ্ধার হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উদ্ধারকারী দল ৪৮৮টি মৃতদেহ উদ্ধার করেছে। 

আরও পড়ুন

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে ৪৭ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।  নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।  আর দীর্ঘ এ সময়ে আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১১ হাজারের বেশি। আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান