ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় আট জুয়াড়ি গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় আট জুয়াড়ি গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট জুয়াড়িকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্র জানায়, ওইদিন রাতে উপজেলার তালোড়া বড়চাপড়া গ্রামের একটি আম বাগানে তাস দিয়ে জুয়া খেলার সময় আট জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

তারা হলো-আলতাফ নগর কোচপুকুরিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল প্রাং (৪২), দেবড়াশন গুচ্ছগ্রামের মনছুর প্রামানিকের ছেলে আলমগীর হোসেন (৩৬), দেবড়াশন উত্তরপাড়ার করিম আলী মজুমদারের ছেলে একরাম হোসেন (৪৫), বড়চাপড়া উত্তরপাড়া গ্রামের মৃত মোসলিম প্রামানিকের ছেলে শহিদুল ইসলাম (৫০), মৃত সালামত আলী প্রামানিকের ছেলে ফোরকান আলী (৪০), মৃত মোহাম্মদ আলী প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন (৫০), আলতাফনগর বাজারের মৃত কাজেম মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৫৮), বনতেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের ওসমান আলী প্রামানিকের ছেলে জিল্লুর রহমান (৩৮)।

আরও পড়ুন

পুলিশ ঘটনাস্থল থেকে চার সেট তাস ও ২ হাজার ১৫০ টাকাসহ জুয়া খেলার অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে। 
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার