ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ভিক্ষুক পুনর্বাসনে দোকান উদ্বোধন করলেন রাজারহাট ইউএনও

ভিক্ষুক পুনর্বাসনে দোকান উদ্বোধন করলেন রাজারহাট ইউএনও

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবন্ধী শাবলু (৪৩) নামের এক ভিক্ষুককে পূণর্বাসন করতে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রকমারী দোকান উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এককালীন ৪০ হাজার টাকার বিভিন্ন রকমের মালমাল দিয়ে দোকান সাজিয়ে তাকে পূর্ণবাসন করা হয়। শাবলু উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের মোকছেদ আলীর ছেলে। পঙ্গু শাবলু মিয়া (৪৩) পাঁচ বছর আগে ছাগল কেটে মাংস বিক্রি করতো। হঠাৎ করে সে প্যারালাইসিস রোগে আক্রান্ত হলে হাত পা অকোজো হয়ে পড়ে। তার  ২ মেয়ে ১ বামন (বেটে) ছেলে।

সংসারের ঘানি টানতে বাধ্য হয়ে অন্যের দানের পঙ্গু রিকশায় ভর করে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে। শাবলুর করুন কাহিনী স্থানীয় একটি পত্রিকায় প্রকাশ হলে রাজারহাট উপজেলা সমাজসেবা অধিপ্তরের নজরে আসে। পরে তাকে ভিক্ষা নামক খারাপ পেশা থেকে সরিয়ে নিয়ে এলে তার বাড়িতেই নানা ধরনের পসরা সাজিয়ে রকমারী দোকান চালু করে দেন রাজারহাট উপজেলা সমাজসেবা অধিদপ্তর। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান পঙ্গু শাবলু মিয়ার দোকানটির উদ্বোধন করেন।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান, সহকারী কর্মকর্তা মোছা. ববিতা খাতুন, প্রেস ক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক ও পাক্ষিক আলোকিত রাজারহাট এর সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ফ্লিড সুপারভাইজার মনসের আলী, কারিগরি প্রশিক্ষক আব্দুল হাকিম, নজরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

বান্ধবীর সঙ্গে ঘুমোচ্ছিলেন যুবক, গুলি করে দিল পোষ্য কুকুর!

লাখ টাকায় বিক্রি হচ্ছে হোলির পিচকারি! 

চরিত্র হয়ে পর্দায় ফিরতে চান ফারিয়া

বাংলাদেশি মেয়েদের চাকরির আশ্বাসে ভারতে এনে পতিতাবৃত্তি করানো হতো

রমজানে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি খাবার মুসাখখান