বগুড়ার ধুনটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টাসহ চার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় সাবেক এমপি’র গাড়ি ভাঙচুর, বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, অগ্নিসংযোগ ও বিএনপি নেতাকে হত্যাচেষ্টার মামলাসহ চার মামলায় হাসান আহম্মেদ জেমস (৬০) নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মথুরাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এরআগে সোমবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হাসান আহম্মেদ জেমস মল্লিক উপজেলার পিরহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপি’র সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে ২০২৪ সালের ৮ অক্টোবর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে হাসান আহম্মেদ জেমসকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপি’র দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে শ্রমিকদল নেতা বাদি হয়ে একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া মথুরাপুর ইউনিয়ন বিএনপি নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে পর পর দু’টি মামলা দয়ের করেন।
ওই মামলায় তাকে হত্যাচেষ্টাসহ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামি হেসেনে হাসান আহম্মেদ জেমসকে গ্রেফতার করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন