ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

শীতের খুশকি সহজেই তাড়ান

শীতের খুশকি সহজেই তাড়ান

লাইফস্টাইল ডেস্ক : শীতকালে সবারই সাধারণ একটি সমস্যার নাম খুশকি। তবে পুরোপুরি শীতকাল শুরু হওয়ার আগেই স্ক্যাল্পের সঠিক যত্ন নিলে এবারের শীতে দূরে থাকতে পারবেন খুশকির সমস্যা থেকে। সমস্যা শুধু যে চুলের থাকে, তা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের মূল সমস্যা স্ক্যাল্পের। স্ক্যাল্পে যদি পর্যাপ্ত পুষ্টি না পৌঁছায়, আর্দ্রতার অভাব থাকে, তখনই চুলে নানা সমস্যা বাড়তে থাকে। যেমন, স্ক্যাল্প শুষ্ক হলে হাজারও একটা সমস্যা চেপে ধরে। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগায় খুশকি। এর জেরে চুল পড়তে থাকে, মাথার ত্বক চুলকায়। শুষ্ক স্ক্যাল্পের সমস্যা কীভাবে দূর করবেন সে বিষয়ে জেনে নিন-

নিয়ম করে নারিকেল তেল দিন

নারিকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা স্ক্যাল্প ও চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। সপ্তাহে ২-৩ বার নারিকেল তেল স্ক্যাল্পে মালিশ করতে পারেন। সবচেয়ে ভালো হয়, যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে চুল ও স্ক্যাল্পে নারিকেল তেল মালিশ করেন। এই তেল আপনার স্ক্যাল্পের শুষ্ক ভাব কমাবে।

আরও পড়ুন

মধুর ব্যবহার

স্ক্যাল্প শুষ্ক থাকলে সেখানে ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। এ সমস্যা দূর করতে পারে মধু। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, যা স্ক্যাল্পের শুষ্ক ভাব, চুলকানি দূর করতে সাহায্য করে। পানির মধ্যে মধু মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে মেখে নিন। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতিঝিল থানায় জিডি করেছেন মাতসুসিমা সুমাইয়া

বগুড়ার শিবগঞ্জে পাকাকরণের জন্য খুঁড়ে রাখা সড়কে দুর্ভোগ পাঁচ গ্রামের মানুষের

নির্দিষ্ট কয়েকজন ফুটবলার থাকলে কোচিং করাবো না; বাটলার

রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা হাসনাতের

বগুড়ায় ভাই-বোনসহ তিন কারবারি গ্রেফতার, ৯৩ বোতল ফেন্সিডিল

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চালাচ্ছেন ছাত্র-জনতা