গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কার অগ্রহণযোগ্য হবে : জার্মান পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, গাজা উপত্যকা ফিলিস্তিনিদের, এখান থেকে তাদের বহিষ্কার অগ্রহণযোগ্য হবে এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী হবে।
আজ বুধবার এক বিবৃতিতে এ কথা জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্সের
বিবৃতিতে বেয়ারবক বলেন, 'এটি হবে নতুন দুর্ভোগ, যা নতুন ঘৃণার দিকেও নিয়ে যাবে। এছাড়াও ফিলিস্তিনিদের জন্য এই অবস্থা থেকে বের হওয়ার কোন সমাধানও থাকবেনা।'
আরও পড়ুনযুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখল এবং ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করার পর এটিকে অর্থনৈতিকভাবে উন্নত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পরিকল্পনা প্রকাশের পর এমন মন্তব্য করলে বেয়ারবক।
সূত্র: রয়টার্স
মন্তব্য করুন