১০টি হাইড্রোলিক হর্ন জব্দ
বগুড়ার শেরপুরে শব্দ দূষণের অভিযোগে চার যানবাহনের ১২ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় আরও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) অভিযান চলাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় দু’টি বাস ও দু’টি ট্রাককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।
এসময় পরিবহন চালকদেরকে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়।
আরও পড়ুনমোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম এবং প্রসিকিউশন প্রদান করেন এ কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন। এসময় হাইওয়ে পুলিশ শেরপুর নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত পালন করেন।
মন্তব্য করুন