দিনাজপুরের হিলিতে ৫ আগস্ট দুই শিক্ষার্থী নিহতের ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলিতে ছাত্র বৈষম্য আন্দোলনে দুই শিক্ষার্থী নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার নাজমুল হাসান। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় দিকে নিহতের ঘটনাস্থল হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়ি পরিদর্শন করেন তিনি।
এসময় হাকিমপুর সার্কেলের এএসপি নিয়ামত উল্লাহ, থানার ওসি সুজন মিয়া, মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় পুলিশ সুপার মামলার বাদি ও স্বাক্ষীদের সাথে কথা বলেন।
আরও পড়ুনউল্লেখ্য, গেলো ৫ আগস্ট রাতে সূর্য ও নাইম নামের দুই শিক্ষার্থীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় দু’টি মামলার দায়ের করেন সূর্যের ভাই ও নাইমের বাবা।
মন্তব্য করুন