ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

ইসরায়েলই গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে: ট্রাম্প 

সংগৃহীত,ইসরায়েলই গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে: ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা দখল নেওয়া পরিকল্পনার কথা ফের জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধের পর ইসরায়েলই গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। খবর রয়টার্সের। 


এ ছাড়া ট্রাম্প জানিয়েছেন যে গাজায় কোনো মার্কিন সেনারও দরকার পড়বে না। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেছেন, যুদ্ধের সমাপ্তিতে ইসরায়েল গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেবে। ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলের নিরাপদ কোনো স্থানে, আরও সুন্দর এলাকায়, নতুন ও অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে। 


গত মাসে গাজা পুরোপুরি খালি করার কথা জানান ট্রাম্প। এরপর চলতি সপ্তাহে ট্রাম্প জানান, গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন বক্তব্যের পর বিশ্বজুড়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। তবে এসবকে পাত্তা না দিয়ে ফের গাজা দখলের পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। 

এদিকে ট্রাম্পের এসব পরিকল্পনার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেয়ানিয়াহু সরাসরি ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে কিছু বলেননি। তবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার সমর্থন জানিয়েছেন।  

আরও পড়ুন


নেতানিয়াহু বলেছেন, আমি বোঝাতে চাচ্ছি ওই পরিকল্পনায় কি সমস্যা? তারা (ফিলিস্তিনি) গাজা থেকে সরে যেতে পারে, তারা ফিরেও আসতে পারে। কিন্তু গাজাকে পুননির্মাণ করতে হবে।   

গত ১৫ মাস যুদ্ধের পর ১৯ জানুয়ারি থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে এই যুদ্ধবিরতি কতদিন টিকবে তা-নিয়ে স্বয়ং ট্রাম্প সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি নিয়ে আমার আত্মবিশ্বাস নেই। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান