ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে হিমাগারের ভাড়া বাড়ানোর  প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ কৃষক-ছাত্র-জনতার

জয়পুরহাটের কালাইয়ে হিমাগারের ভাড়া বাড়ানোর  প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ কৃষক-ছাত্র-জনতার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে ১১টি হিমাগারের আলু সংরক্ষণ ভাড়া বাড়ানোর প্রতিবাদে উত্তাল হয়ে উঠে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃহস্পতিবার (০৬-০২-২০২৫ ইং) দুপুরে শতশত শিক্ষার্থী, আলুচাষি ও সাধারণ জনতা মিলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। বিক্ষোভকারীরা হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহাল রাখার দাবি জানান। আগের ভাড়া বহালের ঘোষণায় আগামী ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এমনিতেই আলুর দাম কম, তার ওপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে। এতে করে প্রান্তিক চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। কৃষকরা জানান, এবছর আলু উৎপাদনের খরচ কয়েকগুণ বেড়েছে। মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে উৎপাদন করতে গিয়ে দাম আগের তুলনায় অনেক বেশি পড়েছে। এমনিতেই তারা লোকসানের মুখে পড়েছে। তার ওপর হিমাগারের ভাড়া বাড়ানোয় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

গত বছর এক বস্তা (৬৫ কেজি) আলু সংরক্ষণের ভাড়া ছিল ২৮০ টাকা, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৫২০ টাকা। কৃষকরা বলছেন, অস্বাভাবিক দাম বাড়ানো পরিকল্পিতভাবে করা হয়েছে, যাতে তারা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হন এবং পরে হিমাগার মালিকরা সেই আলু মজুদ করে জুন মাসের পর সিন্ডিকেট করে বেশি দামে বাজারে বিক্রি করতে পারেন।

আরও পড়ুন

আলুচাষি আব্দুল হান্নান বলেন, ১১টি হিমাগারে প্রায় দেড় লাখ মেট্রিকটন আলু সংরক্ষণ করা হয়। ৬৫ কেজির এক বস্তা আলু থেকে এই মৌসুমে ২৪০ টাকা বেশি নিলে, হিমাগার মালিকরা এক মেট্রিকটনের ওপর ৩ হাজার ৭২০ টাকা লুটে নিবেন।  কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, স্মারকলিপি পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান