ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

বগুড়ায় প্রায় এক লাখ ভোটার বাড়লেও  বাদ পড়ছেন ৪১ হাজারের বেশি

বগুড়ায় প্রায় এক লাখ ভোটার বাড়লেও  বাদ পড়ছেন ৪১ হাজারের বেশি, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রায় এক লাখ ভোটার বেড়েছে। একই সাথে তালিকা থেকে বাদ পড়ছে ৪১ হাজারের বেশি ভোটার। বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।

গত ২০ জানুয়ারি থেকে জেলার ১২ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হয়। এই সময়ের মধ্যে জেলায় এক হাজার ৯৩ জন তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ৯৮ হাজার ৭৭৭ জন ভোটার হওয়ার জন্য ফরম পূরণ করেন। একই সময়ে জেলায় ৪১ হাজার ১১৪ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। বাদ পড়া ব্যক্তিরা তালিকা হালনাগাদ করার আগেই মারা গেছেন।  

জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার সারিয়াকান্দি উপজেলায় তালিকা নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৮৮৯৯ জন, আর বাদ পড়েছেন ৪১৩৩ জন। সোনাতলা উপজেলায় তালিকা নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৬৯৪৯ জন, আর বাদ পড়েছেন ২৭৭০ জন। শিবগঞ্জ উপজেলায় তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৯৯৫৯ জন, আর বাদ পড়েছেন ৩৭৫৩ জন। আদমদীঘি উপজেলায় তালিকা নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৯২৬ জন, আর বাদ পড়েছেন ২৭৬৪ জন। দুপচাঁচিয়া উপজেলায় তালিকা নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৫২৫৮ জন, আর বাদ পড়েছেন ২০৫৭ জন। কাহালু উপজেলায় তালিকা নতুন  ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৫০৬৭ জন, আর বাদ পড়েছেন ৩৩০৮ জন। নন্দীগ্রাম উপজেলায় তালিকা নতুন  ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪১৮০ জন, আর বাদ পড়েছেন ২২০৮ জন। শেরপুর উপজেলায় তালিকা নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১৩৬২৫ জন, আর বাদ পড়েছেন ২৭৫৮ জন। ধুনট উপজেলায় তালিকা নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৮৪৬৬ জন, আর বাদ পড়েছেন ২৯৩০ জন। বগুড়া সদর উপজেলায় তালিকা নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১৪০৬৬ জন, আর বাদ পড়েছেন ৬১২৩ জন। গাবতলী উপজেলায় তালিকা নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৯৩১৯ জন, আর বাদ পড়েছেন ৫৬১০ জন। শাজ্হাানপুর উপজেলায় তালিকা নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৮০৬৩ জন, একই সাথে বাদ পড়েছেন ২৭০০ জন।

আরও পড়ুন

জেলা নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, জেলায় মোট ১১৯৩ জন তথ্য সংগ্রহকারী ২৬৬ জন সুপারভাইজারের আওতায় ভোটার তালিকা হালনাগাদের কাজ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান