গানে গানেই মঞ্চ মাতাতে চান তারা
_original_1738857332.jpg)
অভি মঈনুদ্দীন : বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের বেশ কয়েকজন শিল্পী স্টেজ শোর এই মৌসুমে স্টেজ শো’তে বেশ মেতে উঠেছেন। তবে সবাই নন। এখনো স্টেজ শো আগের মতো জমে উঠেনি। তবে শিল্পীরা সবাই স্টেজ শো’তেই নিজেদেরকে বেশি ব্যস্ত রাখতে চান। কারণ স্টেজ শো দিয়েই শিল্পীরা অর্থ উপার্জন করেন। শুধু মৌলিক গানে ভয়েজ দিয়ে বা কাভার সং করে শিল্পীদের জীবিকা নির্বাহ করা সম্ভব নয়।
গায়ক সাব্বির জামান বলেন,‘ এটা সত্যি একজন শিল্পী নিজেকে খুঁজে পায় স্টেজ শো’তে। তাই স্টেজ শোর মৌসুমে শিল্পী চান স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করতে। সবার মতো আমিও চাই স্টেজ শোতে গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করতে। এখনো স্টেজ মৌসুম চলছে। গেলো বছরের শেষপ্রান্তে আমি বেশকিছু স্টেজ শোতে অংশগ্রন করেছি। শুধু দেশেই নয় দেশের বাইরেও আমি স্টেজ শোতে অংশ নিয়েছি। যতোগুলো স্টেজ শোতে পারফর্ম করেছি তাতে সন্তুষ্ট আমি। এরইমধ্যে আরো কয়েকটি স্টেজ শোতে অংশ নিবো, গানে গানে দর্শক শ্রোতাদের মুগ্ধ করার চেষ্টা করবো।’
ইউসুফ বলেন,‘ একজন শিল্পী তার সামনে শত শত হাজার হাজার শ্রোতা দর্শকের মন ভরিয়ে দিতে ভীষণ চেষ্টা করে। গানে গানে শ্যোতা দর্শককে মুগ্ধ করাটাই একজন শিল্পীর সাধনা থাকে। আমারও সবসময় সেই চেষ্টাই থাকে। চেষ্টা করি বাবা মায়ের কাছ থেকে যতোটুকু শিখেছি ততোটুকুই ভালোভাবে কাজে লাগিয়ে ঠিকঠাক মতো শুদ্ধ সুরে গান গাইতে। জানিনা কতোদিন গান গাইতে পারবো। তবে আজীবন গানই গেয়ে যেতে চাই।’
আরও পড়ুনরাজীব বলেন,‘ গেলো বছরের শেষপ্রান্তে মোটামুটি স্টেজ শো বেশ জমে উঠেছিলো। তবে আর কিছুদিন চলবে এই স্টেজ মৌসুম। এরপর আবার বিরতি। ঈদের পর আবার স্টেজ মৌসুম শুরু। এটা সত্যি শিল্পীরা স্টেজ শোতেই স্বাচ্ছন্দ্যতা খুঁজে পায় বেশি। তাই স্টেজ শোর জন্য শিল্পীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমিও অন্যান্য শিল্পীর মতোই অপেক্ষা করি।’
রাশেদ বলেন,‘ আমার সমসাময়িক শিল্পীদের তুলনায় আমার স্টেজ শো কম। তবে তাতেই আমি সন্তুষ্ট। আমি বিশ্বাস করি আমার শো আমার কাছেই আসবে। তবে স্টেজ শোর পাশাপাশি আমি বিগত কিছুদিন যাবত নতুন নতুন মৌলিক গান প্রকাশে মনোযোগী হয়ে উঠেছি। আশা করছি চলতি বছরে বেশকিছু মৌলিক গান শ্রোতা দর্শক শুনতে পাবেন।’
মন্তব্য করুন