ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

স্বেচ্ছাসেবক তৃণমূল কর্মী সভায় বাদশা

দেশকে অস্থিতিশীল করতে হাসিনার দোসররা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে

দেশকে অস্থিতিশীল করতে হাসিনার দোসররা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, ছবি: দৈনিক করতোয়া

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই, সংগ্রাম করে রাজপথকে উত্তপ্ত করছিল বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠন। রাজপথে লড়াই করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়েছে। হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে। প্রায় ২লক্ষ নেতাকর্মী বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে পাঠিয়েছে। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালোদ জিয়াকে মিথ্যা মামলা থেকে রেহাই দেয়নি হাসিনার সরকার। খালোদ জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ৬ বছর কারাগারে রেখেছে। সুপরিকল্পিতভাবে কারাগারে খালেদা জিয়াকে হত্যার ষড়াযন্ত্র করা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়েছে। মামলার রায় দিয়ে তাকে বাংলাদেশে আসতে দেয়া হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বিএনপির লড়াই, সংগ্রাম এখনো শেষে হয়নি। যতক্ষণ পর্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হবে, ভোটের পরিবেশ সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা এখনো ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার দোসরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বগুড়ায় পৌর হাইস্কুল ও কলেজ মাঠে স্বেচ্ছাসেবকদলের ৩টি সাংগঠনিক ইউনিট বগুড়া শহর, সদর ও শাজাহানপুর নিয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে তৃণমূল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আরও পড়ুন

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ ও সাংগঠনিক সম্পাদক সাইদুর ইসলামের সঞ্চালনায় তৃণমূল কর্মী সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিলুর রহমান শাওন, সদস্য সচিব হোসেন আলী, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন,শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব হাসান আকন্দ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার