চল্লিশের রোনালদোর প্রথম গোলে জয় আল-নাসর’র

স্পোর্টস ডেস্ক : বয়সটা যে শুধুই একটা সংখ্যা সেটা মাঠে প্রমাণ করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই দিন আগে বয়স ৪০ ছুঁয়েছেন। কিন্তু চল্লিশে চালশে প্রবাদটা তার সঙ্গে বোধহয় আর যাচ্ছে না। আরও অদম্য গতিতে ছুটে চলেছেন। সৌদি প্রো লিগে আল নাসরের জয়ে গোল করে অবদান রেখেছেন তিনি।
অবশ্য এদিন আলো কেড়ে নিয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা জন ডুরান। অভিষেক প্রথম ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন জোড়া গোলে। প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোও জালের ঠিকানা খুঁজে পেয়েছেন ‘৪০’ স্পর্শ করে। তাতে আল ফেইয়াকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগে আল নাসর তিনে উঠে এসেছে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে এখনও পিছিয়ে আট পয়েন্টে। আল নাসরের পয়েন্ট ৪১। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। জানুয়ারির ট্রান্সফার ডেডলাইনে অ্যাস্টন ভিলা থেকে আল নাসরে যোগ দেওয়া ডুরান গোলের দেখা পান ২২ মিনিটেই। নিজের জাদু দেখান দ্বিতীয়ার্ধেও। সাদিও মানের ক্রস থেকে ৭২ মিনিটে জোড়া গোল তুলে নিয়েছেন। দুই মিনিট বাদে তৃতীয় গোলটি যোগ করেন রোনালদো।
আরও পড়ুনচল্লিশের পর প্রথম ম্যাচ আর গোলের দেখা পেয়ে রোনালদো নিজেও যেন আনন্দিত। প্ল্যাটফর্ম এক্সে জেতা ম্যাচের কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘একটি জয় এবং চল্লিশের পর প্রথম গোল।’
মন্তব্য করুন