লালমনিরহাটে জুঁই হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা এলাকায় জুঁই নামে এক নারীকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবিতে গত বৃহস্পতিবার হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিটি চলে ৩ঘন্টা। এসময় এ মহাসড়কটি অবরোধে পরিণত হয়। এসময় মহাসড়কটির দু’পাশে যানবাহন আটকা পড়ায় যান চলাচল বন্ধ থাকে।
গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ৭টার সময় হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় জুই খাতুন নামের ওই নারীকে তার স্বামী পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে। ফলে এনিয়ে থানায় মামলা নথিভুক্ত এবং আসামিকে গ্রেফতারের দাবিতে এলাকাবাসি এদিন মানববন্ধন শেষে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে।
জানা যায়, ৩ বছর আগে একই উপজেলার সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুঁই খাতুনের সাথে সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের সাথে বিয়ে হয়। সংসার চলাকালীন সময়ে জুঁই খাতুনের সাথে তার স্বামী আলী হোসেনের বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে। এরই মধ্যে ঘটনার দিন বিকেলে যৌতুকের টাকা দাবি করে আলী হোসেন তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। ওই দিন সন্ধ্যায় জুঁই খাতুন মারা গেছে স্বামীর বাড়ি থেকে এমন খবর জুঁইয়ের বাবার বাড়িতে আসে।
আরও পড়ুনতবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় জুঁই’র স্বামী দীর্ঘদিন ধরে ক্যাসিনো জুয়া এবং মাদকাসক্ত হয়ে রাতের বিভিন্ন সময় বাড়িতে ফেরে। এনিয়ে প্রতিবাদ করলে জুঁইয়ের সাথে তার স্বামীর ঝগড়া বিবাদ লেগেই থাকে। একপর্যায়ে জুয়া খেলার জন্য টাকা প্রয়োজন হলে জুঁইকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। টাকা আনতে না পারায় জুঁইকে মারধর করে। এরপর কোন এক সময়ে বালিশ চাপা দিয়ে জুইকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। পরে এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়।
খবর পেয়ে জুঁইয়ের মরদেহ হাতীবান্ধা থানা পুলিশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করে। জুঁইয়ের পরিবারসহ এলাকাবাসী এটিকে হত্যাকান্ড বলে হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের মানবন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া এবং ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে ঘটনা শুনে মামলা নেয়াসহ আসামিকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।
মন্তব্য করুন