ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

রংপুরের পীরগঞ্জে খন্ডিত মাথা উদ্ধার, গ্রেফতার ১

রংপুরের পীরগঞ্জে খন্ডিত মাথা উদ্ধার, গ্রেফতার ১

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে মাথাবিহীন সেই দেহের খন্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চতরা ইউনিয়নের করতোয়া নদীর তীরে পাকার মাথা টোংরারদহ নামক স্থান থেকে খন্ডিত মাথাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে আতিকুর রহমান মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

বিকেলে প্রেস ব্রিফিংয়ে রংপুরের পুলিশ সুপার আবু সাইম জানান, গতকাল শুক্রবার সকালে চতরা ইউনিয়নের বড় বদনাপাড়ায় শাহারুলের স্ত্রী রওশনারা বেগম মরিচ উঠাতে গিয়ে জমিতে মাথাহীন এক নারীর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাথাবিহীন দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সিআইডি ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় ও ঠিকানা শনাক্ত করে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে ওই নারীর নাম দেলোয়ারা (৩১) বলে জানা যায়। তিনি গাইবান্দার গোবিন্দগঞ্জের দিলালপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী ও নীলফামারীর জলঢাকার পশ্চিম গোরমুক্তা গ্রামের ফকিরপাড়ার রবিউল ইসলামের মেয়ে।

আরও পড়ুন

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আতিকুল ইসলামের বসতবাড়িতে তল্লাশির পর কলাবাগান থেকে বস্তা ও ব্যাগে ভর্তি ছবি, সিম কার্ড, কাগজে লিখিত কয়েকটি মোবাইল নম্বর মিললে তথ্য-প্রযুক্তির মাধ্যমে মৃতের সঠিক পরিচয় জানা যায় এবং আতিকুলের গতিবিধিতে নজর রাখে পুলিশ। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বোরখা পড়ে পালিয়ে যাবার পথে কাবিলপুর ইউনিয়নের ঘণশ্যামপুর সড়ক থেকে আতিকুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরে আতিকুলের স্বীকারোক্তিতে কাটা মাথার সন্ধান মিললে উদ্ধারে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকান্ডের প্রকৃত রহস্য এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তদন্ত চলছে বলেও তিনি জানান। আতিকুল ইসলাম কুখ্যাত জুয়াড়ি হিসেবে এলাকায় পরিচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

বান্ধবীর সঙ্গে ঘুমোচ্ছিলেন যুবক, গুলি করে দিল পোষ্য কুকুর!

লাখ টাকায় বিক্রি হচ্ছে হোলির পিচকারি! 

চরিত্র হয়ে পর্দায় ফিরতে চান ফারিয়া

বাংলাদেশি মেয়েদের চাকরির আশ্বাসে ভারতে এনে পতিতাবৃত্তি করানো হতো

রমজানে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি খাবার মুসাখখান