ভিডিও বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

চায়নিজ স্কলারশিপ কাউন্সিল বৃত্তি

চায়নিজ স্কলারশিপ কাউন্সিল বৃত্তি, ছবি: সংগৃহীত

চীনে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি সিএসসি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের আগ্রহী শিক্ষার্থীরা চীন সরকারের এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির অধীনে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে অর্থায়ন করবে চায়নিজ স্কলারশিপ কাউন্সিল (সিএসসি)।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি, টিউশন ফি ও আবাসন ফি মওকুফ করা হবে। ব্যবস্থা থাকবে স্বাস্থ্যবিমার। এ ছাড়া স্নাতকোত্তরের শিক্ষার্থীর জন্য মাসিক ৩ হাজার চায়নিজ ইউয়ান ও পিএইচডির জন্য মাসিক সাড়ে ৩ হাজার চায়নিজ ইউয়ান দেওয়া হবে।

বৃত্তির সময়কাল

স্নাতকোত্তর ডিগ্রির শিক্ষার্থীদের জন্য ২-৪ বছর। এর মধ্যে মূল অধ্যয়নের সময়কাল ২-৩ বছর। এ ছাড়া ভাষা শেখার জন্য থাকবে আরও ১ বছর সময়। আর ডক্টরেট ডিগ্রির শিক্ষার্থীদের জন্য ৪-৫। এর মধ্যে মূল অধ্যয়নের সময়কাল ৪-৫ বছর। ভাষা শেখার জন্য থাকবে আরও ১ বছর সময়।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

স্নাতকোত্তরে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল, ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি স্কুল, রাসায়নিক প্রকৌশল ও রসায়ন স্কুল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্কুল, মহাকাশবিদ্যা স্কুল, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন স্কুল, সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুল, অর্থনীতি ও ব্যবস্থাপনা স্কুল, পরিবেশ স্কুল, স্থাপত্য স্কুল। অন্যদিকে পিএইচডির জন্য ইলেকট্রনিকস এবং তথ্যপ্রযুক্তি স্কুল, বৈদ্যুতিক প্রকৌশল ও অটোমেশন স্কুল, শক্তিবিজ্ঞান ও প্রকৌশল স্কুল।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আরও পড়ুন

চীনা সরকারি বৃত্তির আবেদনপত্র অনলাইন সিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সর্বোচ্চ ডিগ্রির সার্টিফিকেট, দুটি সুপারিশপত্র, শারীরিক পরীক্ষার সনদ, গবেষণা পরিকল্পনা, নন-ক্রিমিনাল সনদ।

আবেদনের যোগ্যতা

হারবিন বিশ্ববিদ্যালয় চায়নিজ গভর্নমেন্ট বৃত্তি ২০২৫-২৬-এর জন্য যোগ্যতার মানদণ্ড নিচে দেওয়া হলো। প্রার্থীদের অবশ্যই চীনের নাগরিকত্ব থাকা যাবে না। চীনের নাগরিকত্ব নেই, এমন যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতকোত্তরের জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ৩৫ বছরের কম বয়সী হতে হবে। আর ডক্টরেট ডিগ্রির জন্য প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ৪০ বছরের কম বয়সী হতে হবে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা সিএসসির ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি, ২০২৫।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে একই রাতে আটটি দোকানের ১২ লাখ টাকার মালামাল লুট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

বগুড়ার সোনাতলায় চরাঞ্চলে টোপা আর শুকনো মরিচে সয়লাব

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্ত:জেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেফতার