ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

দিনাজপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : দিনাজপুরের বিরলে জাকির হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার পিপল্লা ঢেরাপাটিয়া বাজার এলাকার একটি গুদাম ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাকির দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। ওই গুদামঘরটিতে তিনি আটা, ময়দা ও চানাচুর তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তার একমাত্র মেয়ে ঢাকায় থাকেন। দুপুর থেকে জাকিরের মেয়ে আলমা রাইসা বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছিলেন, কিন্তু ফোনটি বন্ধ পেয়ে বাবার প্রতিবেশীর মোবাইলে ফোন করে বিষয়টি জানান। সন্ধ্যায় প্রতিবেশী গুদামঘরে জাকিরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, জাকির হোসেনের দুই বিয়ে। প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। মাস দুয়েক আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। প্রথম স্ত্রীর গর্ভে এক মেয়েসন্তানের জন্ম হয়। সেই সন্তান ঢাকায় থাকেন।

আরও পড়ুন

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১২টার দিকে সিআইডি’র সদস্যরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, গুদামে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। পরে তদন্তের জন্য সিআইডি টিমকে খবর দেওয়ার পর রাতেই সিআইডি’র সদস্যরা এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতের মরদেহ উপুড় হওয়া অবস্থায় ছিল। মাথা ও গলা রক্তে ভেজানো। মুখমণ্ডলে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

বান্ধবীর সঙ্গে ঘুমোচ্ছিলেন যুবক, গুলি করে দিল পোষ্য কুকুর!

লাখ টাকায় বিক্রি হচ্ছে হোলির পিচকারি! 

চরিত্র হয়ে পর্দায় ফিরতে চান ফারিয়া

বাংলাদেশি মেয়েদের চাকরির আশ্বাসে ভারতে এনে পতিতাবৃত্তি করানো হতো

রমজানে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি খাবার মুসাখখান