কত টাকা ঘরে তুললেন আমির-শ্রীদেবীর পুত্র-কন্যা

বিনোদন ডেস্ক : প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কন্যা খুশি কাপুর ও আমির খানের পুত্র জুনায়েদ। ‘লাভইয়াপা’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। গত ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
‘লাভইয়াপা’ আমির খানের পুত্র জুনায়েদের দ্বিতীয় সিনেমা হলেও খুশি কাপুর এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখলেন। স্বাভাবিক কারণে মুক্তির আগে থেকে আলোচনায় সিনেমাটি। খুশি-জুনায়েদ দুজনেই দীর্ঘদিন প্রচারের কাজে সময় ব্যয় করেছেন। এমনকি আমির খান নিজেও জুনায়েদ-খুশিকে নিয়ে প্রচার চালিয়েছেন। কিন্তু মুক্তির পর বক্স অফিসে কত টাকা আয় করেছে সিনেমাটি? বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘লাভইয়াপা’ সিনেমা আয় করে ১.২৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ১.৫০ কোটি রুপি। দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৮২ লাখ টাকার বেশি)।
চলতি বছরে বলিউডের ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। এ ছয় সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে ‘লাভইয়াপা’-এর অবস্থান পঞ্চম। এ তালিকার শীর্ষে রয়েছে অক্ষয়ের ‘স্কাই ফোর্স’। খুশি-জুনায়েদের সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০ কোটি রুপি।
মন্তব্য করুন