বগুড়ার শেরপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে দুই আওয়ামী লীগ নেতাকে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার সুঘাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চকনশি গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে নামদার হোসেন (৫৫) ও মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক তালতা স্কুলপাড়ার মৃত জনাব আলীর শেখের ছেলে আব্দুস সাত্তার (৫৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে উপজেলার সুঘাট ইউনিয়নের চকনশি এলাকায় অভিযান চালিয়ে নামদার হোসেনকে ও মির্জাপুর ইউনিয়নের তালতা গ্রাম থেকে আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনশেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন