জেসিআই চট্টগ্রামের প্রথম সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের প্রথম সাধারণ সদস্য সভা (জিএমএম) মঙ্গলবার সিএমপি অফিসারস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। জেসিআইয়ের সাধারণ সদস্যরা সভায় বৈঠকের এজেন্ডা, ট্রেজারি বাজেট এবং ২০২৫ সালের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানে জেনারেল লিগাল কাউন্সিল হিসাবে ইমরান হাসান অভি ও ট্রেনিং কমিশনার হিসেবে সাইহান হাসনাত কে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট সরোয়ার।
উদ্বোধনী বক্তব্যে জেসিআই চট্টগ্রামের সভাপতি গোলাম সরোয়ার চৌধুরী বলেন, ‘২০২৫ সালে জেসিআই চিটাগংকে নতুন রুপে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, বোর্ড মেম্বার আর জেনারেল মেম্বারদের সাথে নিয়ে কাজ করে যাব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএলপি মোহাম্মদ ইসমাঈল (মুন্না), নির্বাহী সহসভাপতি জুনায়েদ আহমেদ রাহাত ও মইন উদ্দিন নাহিদ, সহসভাপতি মুন্তাসির আল মাহমুদ (রাহি), শাহেদ আলী সাকি, ডা. জুয়েল রহমান ও আল আমিন মেহেরাজ বাপ্পি, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইসতিয়াক উর রহমান, স্পেশাল এসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট সাদ বিন মুস্তাফিজ, মিডিয়া ও পিআর চেয়ারপারসন ফারিয়া আকবর রিয়া ও জেসিআই ইন বিজনেস চেয়ারপারসন শাহাব উদ্দিন চৌধুরী।
আরও পড়ুনপরিচালক তাইমুর আহমেদ রিফাত, অনিক চৌধুরী, ডা. নুরুল কবির মাসুম, আফরোজা বেগম, মোহাম্মদ আনাস, মো. জিয়া উদ্দিন, সাকিব চৌধুরী, শাহেদ সাকি, ডিজিটাল কমিটি চেয়ার ফয়সাল মাহমুদ এবং ইভেন্ট কমিটি চেয়ার কাজি আমির খসরু।
মন্তব্য করুন