ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে মনা চাষা (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনা চাষা জেলার বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের কোয়ার্টার লাইনের বাসিন্দা দীলিপ চাষার ছেলে।
আরও পড়ুনশেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘‘আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’’
মন্তব্য করুন