ভিডিও শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ

প্রিয়জনকে জড়িয়ে ধরার দিন আজ

লাইফস্টাইল ডেস্ক : আজকের দিনটি প্রিয়জনকে জড়িয়ে ধরার। তার সাথে সময় কাটানোর দিন। এই জড়িয়ে ধরার মাধ্যমে প্রকাশ পাবে তার প্রতি আপনার প্রেম, যত্ন ও মমত্ববোধ। প্রিয়জনের কাছে অনুভূতি প্রকাশের জন্য এমন দিন সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ একটি আদরপূর্ণ আলিঙ্গন অনেক কিছু বলতে পারে, যা কোনো শব্দ দিয়ে প্রকাশ সম্ভব নয়।

বিশ্বজুড়ে দেশ ও সংস্কৃতি ভেদে বিভিন্ন দিন এভাবে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। আমেরিকাসহ কিছু দেশে  ১২ ফেব্রুয়ারি এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। দিনটির প্রধান উদ্দেশ্য জীবনযাত্রার ব্যস্ততার মাঝেও, প্রিয়জনের সাথে যেন সময় কাটানো যায়। স্নেহময়ী আলিঙ্গনের মধ্যে দিনে ‘আমি তোমাকে ভালোবাসি’ বলার চেয়ে শান্তির, আর কী হতে পারে? এতে দুজনের মধ্যে যেমন ভালোবাসা বাড়বে, সেই সাথে গাঢ় হবে সম্পর্ক।

এই সম্পর্ককে আরও দৃঢ় করতে যে কাজগুলো করতে পারেন। জেনে নিন।

প্রিয়জনকে জড়িয়ে ধরুন: সবচেয়ে সহজ কাজটি হলো, আপনার প্রিয়জনকে জড়িয়ে ধরা। এই কাজটি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও একে অপরের কাছাকাছি নিয়ে আসে। একে অপরের প্রতি ভালোবাসা এবং সমর্থন প্রকাশের সবচেয়ে সহজ উপায় হলো আলিঙ্গন।

স্মৃতিময় সময় কাটান: দিনটিতে প্রিয়জনের সাথে অনেকটা সময় কাটানোর চেষ্টা করুন। একসাথে সিনেমা দেখা, পছন্দের খাবার তৈরি করা বা পুরনো স্মৃতির কথা বলতে পারেন। এসব একে অপরের কাছে ভালোবাসা এবং আন্তরিকতা প্রকাশের ভালো উপায় হতে পারে।

আরও পড়ুন

প্রিয়জনকে নোট বা চিঠি লিখুন: আপনার অনুভূতি প্রকাশ করতে প্রিয়জনকে ছোট নোট বা চিঠি লিখতেই পারেন। এটি হতে পারে একটি স্নেহপূর্ণ বার্তা, যা জানাবে আপনি তাকে কতটা মূল্যবান মনে করেন। ছোট ছোট এসব কাজ, সম্পর্কের ভিত্তি মজবুদ করে।

প্রশংসা করুন: প্রিয়জনের প্রশংসা আজ আপনি করতেই পারেন। তার সমস্ত ছোট বড় কাজের জন্য ধন্যবাদ জানান, যা সে আপনার জন্য করেছে। বলুন তার অবদান কীভাবে আপনার জীবনে প্রভাব ফেলেছে।

বিশেষ পরিকল্পনা করুন: প্রিয়জনকে চমকে দিতে পরিকল্পনা করতে পারেন। সেটি খুব ছোট কোনো সারপ্রাইজও হতে পারে। তাকে পছন্দের কোনো রেস্তোরাঁয় ডিনারে যেতে পারে। অথবা কাছে কোথাও ঘুরতে যেতে পারেন। বা দিতে পারেন প্রিয় কোনও ছোট উপহার হতে পারে।

উপহার দিতে পারেন: যদি প্রিয়জনের পছন্দের কিছু আপনার জানা থাকে, তবে সেটি দিতে পারে। যেমন বই, গয়না বা অন্য কোনো উপহার। এমনকি, সেটি হতে পারে ফুল বা চকলেটও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৩ জন গুরুতর আহত

দিতিকন্যা লামিয়ার গাড়ি ও পা ভেঙে দিয়েছে দুবৃত্তরা

নওগাঁর রাণীনগরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার

৩০ বছর পর বইমেলায় আরফানের বই ‘আমার একটু কথা ছিলো’

নামাজি সমাজ বানাতে পারলে অপরাধ প্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে-- ধর্ম উপদেষ্টা