খুবির প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন
![](https://dailykaratoa.com/public/images/2025-02/khln-bsbbdyly_wEJoKpE_original_1739365079.jpg)
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম উপাচার্য প্রফেসর ড.গোলাম রহমান এর সম্মানে পুরাতন প্রশাসনিক ভবনের নামকরণ হয়েছে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩০তম সভায় সর্বসম্মতিক্রমে নতুন নামকরণের এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি ) সকাল ৯.৩০ মিনিটে প্রফেসর ড. গোলাম রহমান নিজে উপস্থিত থেকে নিজের নামের নামফলক উন্মোচন করেন।
এসময় তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কাছে আমি কখনও কিছু চাইনি। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হোক- এটাই ছিল প্রত্যাশা। আজ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সম্মান আমাকে দিল তাতে আমি গর্বিত ও কৃতজ্ঞ। আগামীর পথচলায় আমি সকলের নিকট দোয়া প্রত্যাশা করি।'
আরও পড়ুনএছাড়াও অতি শিঘ্রই পরিবর্তন হতে চলেছে আরো ৫টি ভবনের নাম। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল , বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল , নির্মাণাধীন জয়বাংলা একাডেমিক ভবন, সুলতানা কামাল জিমনেশিয়াম , শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন।
উল্লেখ্য গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন ভবনের নতুন নামকরণ প্রস্তাবনা কমিটিও গঠন করা হয়েছিল। যেখানে ১৭ ডিসেম্বর ২০২৪ সালে নাম পরিবর্তন কমিটির পক্ষ থেকে অধ্যাপক ড. এ টি এম জহিরউদ্দিন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে রাজনৈতিক পক্ষপাত সংবলিত খুবির হল ও ভবনগুলোর নতুন নাম প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছিল।
মন্তব্য করুন