ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

ভারত-পাকিস্তান কাবাডি দলকে ঢাকায় আনার পরিকল্পনা ফেডারেশনের

ভারত-পাকিস্তান কাবাডি দলকে ঢাকায় আনার পরিকল্পনা ফেডারেশনের

স্পোর্টস ডেস্ক: ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে গত ২০ জানুয়ারি শুরু হয়েছে যুব কাবাডি (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা) প্রতিযোগিতা। যুব কাবাডি প্রতিযোগিতার বিস্তারিত জানাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ ও তারুণ্যের উৎসবে কাবাডির অর্গানাইজিং কমিটির হেড অফ মার্কেটিং ওয়াহিদ মুরাদ। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে নেপাল আসছে। পাকিস্তান, ইরান ও ভারতকে আনারও চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। 

ফেডারশেনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘যুব কাবাডি প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল খেলোয়াড় বাছাই করা। হান্টিং প্রক্রিয়ার মাধ্যমে আমরা ৭ হাজার খেলোয়াড় পেয়েছি। সেখান থেকে চূড়ান্তভাবে ৫o জন করে ছেলে ও মেয়ে বাছাই করা হবে। এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ।  বিদেশি কোচের অধীনে ট্রেনিং করানোর পরিকল্পনা আছে আমাদের। খেলোয়াড় বাছাইয়ের জন্য ৮ জনের নির্বাচক প্যানেল আছে। বাছাই কার্যক্রম ঠিকমতো না হলে লক্ষ্য অর্জন সম্ভব নয়। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা পোল্যান্ড থেকে ফিজিও আনার চেষ্টা চলছে।’

দেশের ৬১ জেলায় অনুষ্ঠিত হয়েছে ‘যুব কাবাডি (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা)’ প্রতিযোগিতা। ৮ জোনে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৩৩৯ উপজেলা। বালক–বালিকা মিলিয়ে দেশব্যাপী আয়োজনে মোট ৫২৯ দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে বালক বিভাগে ৩৩১ দল ও বালিকা বিভাগে দলসংখ্যা ১৯৮। জেলা পর্যায়ে প্রতিযোগিতার পর জোনাল পর্বে খেলা হয়েছে। এখন জাতীয় পর্বে চূড়ান্ত প্রতিযোগিতার অপেক্ষায় সেরা দলগুলো।

আরও পড়ুন

পল্টন ময়দানে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। যেখানে মধুমতী, তিস্তা, ধানসিঁড়ি, ব্রহ্মপুত্র, রূপসা, সুরমা, পদ্মা ও কর্ণফুলী জোনের প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলগুলো অংশগ্রহণ করবে। তৃণমূল থেকে মনোনীত সেরা খেলোয়াড়দের মাধ্যমে গড়া দলগুলো অংশগ্রহণ করবে জাতীয় পর্বে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার