ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

আর্ট গ্যালারী সিনেপ্লেক্স নির্মাণের আশ্বাস

বগুড়া শিল্পকলা একাডেমি পরিদর্শন করলেন মহাপরিচালক জামিল আহমেদ

বগুড়া শিল্পকলা একাডেমি পরিদর্শন করলেন মহাপরিচালক জামিল আহমেদ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জামিল আহমেদ বলেছেন, দীর্ঘদিন অবহেলিত আর বৈষম্যের শিকার বগুড়া শিল্পকলা একাডেমির মিলনায়তন, প্রশাসনিক ভবন মেরামত ও সংস্কারে দ্রুত অর্থ বরাদ্দ করার চেষ্টা করা হবে।

একাডেমির পূর্ব পাশের ৫০ শতক জমি অধিগ্রহণ করে সেখানে আর্ট গ্যালারী, সিনেপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি এ ব্যাপারে বগুড়া শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসানকে দ্রুত নকশা প্রণয়ন পূর্বক প্রস্তাবনা তার কাছে পাঠানোর কথা বলেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শনে এসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জামিল আহমেদ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ বগুড়া শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় একাডেমির বিবিধ সমস্যাদির কথা শুনে উপরোক্ত বিষয়গুলোতে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহুল করিম মহাপরিচালককে একাডেমি প্রাঙ্গনে স্বাগত জানান।

মহাপরিচালকের আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, উচ্চারণ একাডেমির পরিচালক এড. পলাশ খন্দকার, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বাংলাভিশন টিভি’র বগুড়া ব্যুরো প্রধান আব্দুর রহিম বগ্রা, বগুড়া জাসাসের আহবায়ক ওয়াহিদ মুরাদ, যুগ্ম আহবায়ক এ্যাড. জামাল পাশা রানা, জাসাস নেতা আনোয়ার, জনি, লিটন, করতোয়া সঙ্গীত নিকেতনের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

আরও পড়ুন

আলোচনা সভা ও মতবিনিময় সভায় জেলা কালচারাল অফিসার মহাপরিচালকের কাছে বগুড়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন, প্রশাসনিক ভবন মেরামত, সংস্কার, নবায়ণ ও সম্প্রসারণ এবং প্রশিক্ষণ ভবন, আর্ট গ্যালারী, সিনেপ্লেক্স, ক্যাফেটিরিয়া, অভিভাবকদের বসার স্থান, অতিথি, শিল্পীদের আবাসনের জন্য পৃথক ডরমেটরী ও কর্মকর্তা/কর্মচারীদের জন্য স্টাফ কোয়ার্টার এবং মুক্ত মঞ্চ নির্মাণের জন্য একটি লিখিত আবেদন তুলে ধরেন।

মহাপরিচালক বাজেট প্রাপ্তি সাপেক্ষে বগুড়ার এই দাবীগুলো সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। আলোচনা সভার পূর্বে মহাপরিচালক বগুড়া শিল্পকলা একাডেমি ভবন ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড পর্যবেক্ষণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান