সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর চন্দ্র রায়

লালমনিরহাট প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন অন্তবর্তীকালীন সরকার সকাল বিকাল সংষ্কারের নামে সময়ক্ষেপণ করছে। যা মানুষের মনে সন্দেহের সৃষ্টি করেছে। তাই ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে গণ মানুষের আস্থাশীল হয়ে দ্রুত নির্বাচন দিন। জনগণের ভাষা আপনারা বোঝেন না আমরা বুঝি। জনগণ চায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্তমঞ্চে বিএনপি‘র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ সরকারের কয়েকজন বুদ্ধিজীবি রয়েছে, তারা রাজনীতিবিদদের সম্মান করতেও জানেনা। দেশ কিভাবে চলছে কেউ জানে না। প্রশাসনও ঠিকমত কাজ করছে না বলে অভিযোগ তুলে তিনি বলেন, গত ১৭ বছর আন্দোলনে আমরা পিছুপা হইনি বরং আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশে আমরাই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল। আওয়ামী লীগের দুঃশাসনে জেল জুলুম নির্যাতনের পরও আমাদের নেত্রী মাথা নত করেননি।
তিনি বলেন, ছয়টি বছর ধরে বিদেশে বসে নেতৃত্ব দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই হচ্ছে সংস্কার। জনগণ ও তরুনদের দাবি সুষ্ঠ ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা,-আর এই কাজ যদি বর্তমান সরকার করতে পারে তাহলে আমরা পাশে আছি। ১৬ বছর পর সুষ্ঠ নির্বাচনের সুন্দর ও সঠিক নির্বাচন চাই।
আরও পড়ুনইউনুস সাহেব ভালো মানুষ কিন্তু তাকে ঘিরে রয়েছে কিছু বুদ্ধিজীবী । কোন কিছু খারাপ চিন্তা না করে দেশের মানুষের কথা ভেবে দ্রুত নির্বাচন দিন। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল হক, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস প্রমুখ।
মন্তব্য করুন