পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা দক্ষিণ ইউনিয়নে লক্ষ্মীপুর গ্রামে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম। তার সঙ্গে ছিলেন উপপরিদর্শক মো. মহসিন এবং ভূমি অফিসের সহকারীরা। এ সময় হাসান মিয়া, তার স্ত্রী সেলিনা আক্তার ও সাথী আক্তারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
আরও পড়ুনকুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ আহত ৮
![](https://dailykaratoa.com/public/images/2025-02/c-1-20250213165949_original_1739452790.jpg)
কুমিল্লার দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের ওপর স্থানীয়দের হামলায় ম্যাজিস্ট্রেট, পুলিশসহ আটজন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রেদওয়ান ইসলাম, মডেল থানা পুলিশের উপপরিদর্শক মো. মহসিন, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা ভূমি অফিস সহকারী সাহাদাত হোসেন, অফিস সহায়ক মনির হোসেন, সালাহউদ্দিন মামুন মিয়া, সুমন আহমেদ। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তা মো. মহসিনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা পাঠানো হয়েছে।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রিদওয়ান ইসলাম বলেন, ‘অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে তা বন্ধ করতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। আমার সহকারী ছয়জন ও পুলিশ কর্মকর্তা মহসিনসহ অনেকই আহত হয়েছেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, ম্যাজিস্ট্রেট রিদওয়ান ইসলাম স্যার ও উপপরিদর্শক মহসিনের নেতৃত্বে অবৈধভাবে ড্রেজার বন্ধ করার সময় ড্রেজার মালিকরা হামলা করেছে। হামলাকারী দুই নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন