ভ্রাম্যমাণ আদালতে এসি ল্যান্ডের উপর হামলা, আহত ২
![](https://dailykaratoa.com/public/images/2025-02/33_original_1739453260.jpg)
নিউজ ডেস্ক: কুমিল্লায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দাউদকান্দি সহকারী কমিশনার (এসি ল্যান্ড, ভূমি) রেদওয়ান ইসলামের উপর হামলা করা হয়েছে। এতে সহকারী ভূমি কর্মকর্তা ও পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায়হামলা করা হয়। দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলায় আহতরা হলেন, দাউদকান্দি উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার উপপুলিশ পরিদর্শক মহসীন হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম জানান, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় কয়েকজন এসে বাধা দেয়। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে হামলা করে। এতে সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন ও দাউদকান্দি থানার উপপুলিশ পরিদর্শক মহসীন হোসেন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুনদাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম জানান, দূর্বৃত্তরা সরকারি কাজে বাধা দিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন