ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

সাত বছর পর আগের নামে ফিরল পঞ্চগড় রেলওয়ে স্টেশন

সংগৃহীত,সাত বছর পর আগের নামে ফিরল পঞ্চগড় রেলওয়ে স্টেশন

পঞ্চগড় প্রতিনিধি : অবশেষে প্রায় সাত বছর পর আগের নামেই ফিরেছে ‘পঞ্চগড় রেলওয়ে স্টেশন’। বিগত ২০১৯ সালে নুরুল ইসলাম সুজন রেলমন্ত্রী থাকাকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে তার বড় ভাইয়ের নামে ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন’ নামকরণ করেন।

গত বুধবার রাতে এই রেলস্টেশনের নাম পরিবর্তনের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় অনেককে স্টেশনের নাম পরিবর্তনে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। গত বুধবার রাতে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানজিনা শাহরিন সইকৃত দেশের তিনটি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন সংক্রান্ত একটি চিঠি দেখা যায়। তবে চিঠিটি গত ২৯ জানুয়ারির হলেও দুই সপ্তাহের পরে নাম পরিবর্তনের বিষয়টি প্রকাশ পায়। স্টেশনের নাম পরিবর্তন হলেও অনলাইনে টিকিট কাটতে এখনও আগের নামটিই ব্যবহার করতে হচ্ছে। 

নোটিশটিতে দেখা যায়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের দু’টি ও পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের বর্তমান পরিবর্তিত নাম ও স্টেশন কোড পরিবর্তন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনের নাম ‘পঞ্চগড় রেলওয়ে স্টেশন’ করে আগের কোড বিএমএসএম’র স্থলে পঞ্চগড় স্টেশন কোড পিসিজিএস করা হয়েছে। নাম পরিবর্তন হওয়া অপর দুটি স্টেশন হচ্ছে অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার ও উমেদ নগর রেলওয়ে স্টেশন।  

জুলাই অভ্যুত্থানের পর থেকেই স্টেশনের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ স্থানীয়রা। এর ফলশ্রুতিতে সরকারি নীতিমালা ও নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। স্থানীয়দের দাবি ও স্থানীয় ঐতিহ্য রক্ষার কথা মাথায় রেখেই স্টেশনটির নাম আবার আগের নামে ‘পঞ্চগড় রেলওয়ে স্টেশন’ ফিরে আসে। জানা যায়, ব্রিটিশ আমলে পাবর্তীপুর-রুহিয়া এবং পাকিস্তান সময়ে ১৯৬৭ সালে রুহিয়া-পঞ্চগড় রেললাইনটি তৈরি হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের দাবি ছিল। টিকিট কাটতে সহজে কেউ স্টেশনের নাম খুঁজে পেত না। ভোগান্তিতে পড়তে হতো। তবে বর্তমান সরকার নাম পরিবর্তন করেছে। আমরা খুব খুঁশি হয়েছি। 

আরও পড়ুন

পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ বলেন, রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের দাবি ছিল বেশকিছু দিন ধরে। মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে। তবে আগের নামে টিকিট কাটতে হবে আরও কিছুদিন। মন্ত্রণালয় থেকে রেলওয়ে ডিজি’র কাছে চিঠি আসলে সেটি রেলসেবা এ্যাপসে দ্রুতই পরিবর্তন হবে বলে জানতে পেরেছি।

উল্লেখ্য, স্টেশনটিতে বর্তমানে ঢাকামুখী আন্তঃনগর একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস, রাজশাহীমুখি বাংলাবান্ধা এক্সপ্রেস, শান্তাহারমুখি দোলনচাঁপা এক্সপ্রেসসহ কয়েকটি লোকাল ট্রেন চলাচল করছে। 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান