গাবতলীর ঐতিহ্যবাহী বউমেলা অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলীর ঐতিহ্যবাহী বউমেলায় এবারও ছিল বিভিন্ন বয়সের হাজারো বউ, শিশু ও তরুনীদের পদচারণায় মুখরিত। বৃহস্পতিবার বগুড়া গাবতলীর মহিষাবানে অনুষ্ঠিত বউমেলায় পুরুষদের প্রবেশ নিষেধ থাকায় শুধুমাত্র নারীরাই কেনা-কাটা করেছেন। এলাকার নারীরা পোড়াদহ মেলার ভিড় ভাট্টার মধ্যে যেতে না পারায় তাদের পছন্দের কেনা-কাটা স্বাচ্ছন্দে করতে গত ৩১বছর আগে এই বউমেলার আয়োজন করা হয়।
মেলায় কস্মেটিকস্, জামা কাপড়, বিভিন্ন খেলনা, নাগরদোলা, চরকি বিভিন্ন দোকানসহ শতাধিক দোকানপাট বসে ছিল। সিরাজগঞ্জ থেকে এসেছেন কস্মেটিকস্ ব্যবসায়ী নারগিছ বেগম । প্রতিবছর তিনি এই বউমেলায় আসেন এবং বেশ ভাল আয় করেন। চেলোপাড়ার সোনাভান মেলায় কেনাকাটা করছিলেন। তিনি বলেন, বউমেলায় এসে অনেক খুশি। আগের তুলনায় এখন মেলা ভাল হয়েছে। বগুড়া সদরের আজম ও আব্দুল এবং মাদলার শাজাহান আলী প্রতিবছর খেলনা নিয়ে এই বউমেলায় ব্যবসা করে। এতে তাদের বেশ ভাল ব্যবসা হয়। তবে ধোড়া গ্রামের চটপটি ব্যবসায়ী সাগর বলেন, এবার বউমেলায় ক্রেতা অনেক কম। তাই বেচাকেনাও কম।
নাগরদোলা ব্যবসায়ী আব্দুর রহিম ও মোস্তাকিম বলেন গত বারের তুলনায় এবার তরুন-তরুনী এবং বউদের উপস্থিতি অনেক কম। তারপরেও শিশুদের আনন্দ দিতে পেরে তারা খুব খুশি। আয়োজক কমিটি জানান, নারীদের নিরাপত্তায় নারী পুলিশ মোতায়েন ছিল। স্থানীয় যুবকদের সহায়তায় প্রতিবছর দিনব্যাপী বউমেলাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হয়।
উল্লেখ্য, প্রায় চার’শ বছর আগে থেকে স্থানীয় সন্ন্যাসী পূজা উপলক্ষে গাবতলীর মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বন্দরের পূর্বপাশে গাড়ীদহ নদীর পশ্চিমপাশে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জমিতে একদিনের জন্য ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা বসে। প্রতিবছর বাংলা মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার এই মেলা বসে। এই পোড়াদহ মেলার ঠিক পরেরদিন বৃহস্পতিবার গাবতলীর মহিষাবান মধ্যপাড়া গ্রামে ত্রি-মোহিনী নামকস্থানে দিনব্যাপী এই বউমেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
আরও পড়ুন
মন্তব্য করুন