নারী-শিশুসহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আশুলিয়ায় দগ্ধ ১১
![](https://dailykaratoa.com/public/images/2025-02/Screenshot_1_original_1739593406.jpg)
ঢাকার আশুলিয়ায় শবে বরাত উপলক্ষ্যে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে আটজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইয়ারপুর ইউনিয়নের গুমাইল এলাকার এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাতেই ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধরা হলেন- সুমন মিয়া (৩০), সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও সুরাহা (০৩)।বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনচিকিৎসকরা জানান, ১১ জনের মধ্যে আটজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। এর মধ্যে দু’জন ৯৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছেন যাদের রাখা হয়েছে আইসিইতে। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কাস্টমার সার্ভিস অফিসার মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন