আজ দুবাইয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
![](https://dailykaratoa.com/public/images/2025-02/1_original_1739595538.jpg)
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। মূলপর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আসরকে সামনে রেখে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুবাইয়ে অনুশীলন শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। দুবাইয়ের তাপমাত্রা এই মুহুর্তে অনেকটা ঢাকার মতোই। আবাহাওয়ার সাথে মানিয়ে নেবার বাড়তি চ্যালেঞ্জ তাই থাকছে না বাংলাদেশ দলের। গত বছরের শেষদিকে বাংলাদেশ শারজাহতে আফগানিস্তানের সাথে সিরিজ খেললেও, অনুশীলন করেছিলো দুবাইতে। তাইতো এখানকার কন্ডিশনের সাথে দ্রুতই অভ্যস্ত হবার কথা টাইগারদের।
আরও পড়ুন২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে নিজেদের যাত্রা শুরু করবে টাইগাররা। দুবাই পর্ব শেষে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। গ্রুপপর্বে বাংলাদেশের বাকি দু’টি ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। ম্যাচ দু’টি মাঠে গড়াবে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। সেমিফাইনালে গেলে প্রতিপক্ষের ওপর নির্ভর করবে বাংলাদেশের শেষ চারের ভেন্যু। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলে বাংলাদেশ। গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকার পরও সেবার শেষ চার নিশ্চিত করেছিল মাশরাফী বিন মোর্ত্তজার দল।
মন্তব্য করুন