জয় বঞ্চিত মেসির ইন্টার মায়ামি
![](https://dailykaratoa.com/public/images/2025-02/1_original_1739603459.jpg)
স্পোর্টস ডেস্ক : এমএলএস নতুন মৌসুম শুরু আগে প্রাক-মৌসুমের প্রস্তুতিতে নিজেদের শেষ ম্যাচে ওরল্যান্ডো সিটির সঙ্গে ২-২ গোলের ড্র করেছে ইন্টার মায়ামি।
ম্যাচে দুইবারই ম্যাচে লিড নেয় ওরল্যান্ডো। মায়ামির হয়ে একটি করে গোল করেন তাদেও আলেন্দে এবং ফাকা ফিকোল্ট। আর ওরল্যান্ডোর পক্ষে গোল করেন মার্টিন ওজেদা ও রামিরো এনরিক। ম্যাচটিতে স্বভাবসুলভ ছন্দে দেখা মেলেনি আর্জেন্টাইন মহাতারকার। রোমাঞ্চের আভাস দিয়েছিলেন, নিয়েছিলেন দুটি ফ্রি-কিকও, কিন্তু সেগুলো চলে যায় বেশ বাইরে দিয়ে। অন্যদিকে, সুয়ারেজ একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি কাটা পড়ে। এরপর আরও দুটি হাফ-চান্স ফসকায় তার পা থেকে। এই মৌসুম দিয়ে নতুন করে আরও এক বছর সাবেক উরুগুইয়ান এই তারকার সঙ্গে চুক্তি করেছে মায়ামি।
এদিন খেলায় গোলের সূচনাটা আসে ওরল্যান্ডোর কাছ থেকে। ১৫ মিনিটে কাউন্টার অ্যাটাকে মার্টিন ওজেদা ঠান্ডা মাথায় তাদের লিড এনে দেন। ৭ মিনিট পরই সেই লিড ভেঙে মায়ামিকে ম্যাচে ফেরায় তাদেও এবং সুয়ারেজের যৌথ আক্রমণ। বারের কোণা দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন তরুণ তাদেও আলেন্দে। ৩৯ মিনিটে আবারও লিড নেওয়ার কাছাকাছি ছিল ওরল্যান্ডো। তবে তাদের চেষ্টা ব্যর্থ করে দেন মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি। বিরতির পর ৫৪ মিনিটে স্কোরবোর্ড ২-১ করে ওরল্যান্ডো। যা তারা নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত ধরে রাখে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তাদের ভুলেই অবশ্য পয়েন্ট ভাগাভাগির সুযোগ পেয়ে যায় মায়ামি। ওরল্যান্ডো সেন্টারব্যাকের অনিয়ন্ত্রিত বল পেয়ে রামিরো এনরিক সহজ সুযোগটি কাজে লাগান। নিকট দূরত্ব থেকে গোল করে মায়ামিও মাঠ ছাড়ে ড্র নিয়ে। এর আগপর্যন্ত প্রাক-মৌসুমের চারটি ম্যাচে টানা জিতেছিল হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।
আরও পড়ুনআগামী মঙ্গলবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসি-সুয়ারেজরা ক্লাবটির হয়ে মূল প্রতিযোগিতায় মৌসুমের প্রথম ম্যাচ খেলবে, প্রতিপক্ষ স্পোর্টিং কেসি।
মন্তব্য করুন