ভিডিও বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন ফরিদা পারভীন

চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন ফরিদা পারভীন, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : লালনসংগীতের ‘সম্রাজ্ঞী’খ্যাত ফরিদা পারভীন শুক্রবার রাতে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তীব্র শ্বাসকষ্ট নিয়ে ১ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফরিদা পারভীন। তার ফুসফুসে পানি জমার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কয়েকটি সমস্যা ছিল। পরিস্থিতির অবণতি ঘটলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। কয়েক দিন আইসিইউতে রেখে চিকিৎসাসেবা দেওয়ার পর সাধারণ কেবিনে আনা হয়। এরপর ১৩ দিন পর তিনি পুরোপুরি সুস্থ হন।

খবরটি জানিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘শুরুতে তার শারীরিক অবস্থায় যা ছিল, তা কিছুটা শঙ্কার ছিল। চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তিনি সুস্থ হয়ে ওঠেন। একটা পর্যায়ে তার ডায়ালাইসিসের প্রয়োজনীতা দেখা দেয়। কিন্তু শেষ পর্যন্ত আর লাগেনি। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তাকে আমরা একটা গাইডলাইন দিয়েছি। এই গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় আবার কোনো জটিলতা তৈরি হতে পারে।’

আরও পড়ুন

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে। শিশুদের লালনসংগীত শিক্ষার জন্য ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপার তানভীর ৭ দিনের রিমান্ডে

গুলিবিদ্ধ অবস্থায় ১৩ মামলার আসামি গ্রেপ্তার

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশীদের যত রেকর্ড

খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন 

কুয়েটের মেডিকেল সেন্টারে ভিসি-প্রো-ভিসি অবরুদ্ধ

বগুড়ায় বিশ্ববিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ স্থাপনের প্রস্তাব দিয়েছেন ডিসি বগুড়া