ভিডিও রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম : জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা খুবই কম : জেলেনস্কি, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন অচল। এমনটাই বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনের টিকে থাকার ‘সম্ভাবনা কম’। তিনি আরও বলেন, আপনি জানেন যে এখানে কঠিন পরিস্থিতি এবং আপনার কাছে সুযোগ আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া আমাদের টিকে থাকার সম্ভাবনা খুবই কম। এর আগে জেলেনস্কি জানিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার জন্য তারা প্রস্তুত। তবে তিন বছর ধরে চলা যুদ্ধ কীভাবে বন্ধ হবে সে ব্যাপারে কিয়েভ যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে একটি জায়গায় পৌঁছাতে পারবে তখনই এই আলোচনা হবে। জেলেনস্কি বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের সঙ্গে যেকোনো আলোচনার জন্য প্রস্তুত। যদি তারা আমাদের কাছ থেকে আসা নির্দিষ্ট অনুরোধের সুনির্দিষ্ট উত্তর ও বিপজ্জনক পুতিন সম্পর্কে একটি সাধারণ ধারণা দেয় তাহলে আমরা রাশিয়ার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

এদিকে পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা ‘তাৎক্ষণিকভাবে’ শুরু হচ্ছে। স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা টেলিফোনে কথা বলেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি তার উপদেষ্টাদের কাছে স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করা তার অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জোরপূর্বক নির্মাণ কাজ করছে পুলিশ কনস্টেবল

বগুড়া ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মারা গেল যুবক

বগুড়ার মৌমাছি খেলাঘর আসর বগুড়ার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পানি সরবরাহ ইউনিট স্থাপনের কাজ মাঝপথে ফেলে রেখে ঠিকাদার উধাও 

ডুবে যাওয়া ‘নৌকা’ আর কখনোই ভাসবে না: হাসনাত