আবারও ব্রাইটনে হার চেলসি’র
![](https://dailykaratoa.com/public/images/2025-02/Screenshot_45_original_1739607881.jpg)
স্পোর্টস ডেস্ক : ৮ ফেব্রুয়ারি ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে চেলসি। এক সপ্তাহ পর আবারও সেই ব্রাইটনের কাছে হারল ব্লুজরা।
শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ৩-০ গোলে চেলসিকে হারিয়েছে ব্রাইটন। কাওরু মিতোমার চমকপ্রদ গোল এবং ইয়ানকুবা মিন্তেহর জোড়া গোলে এই জয় পায় স্বাগতিকরা। আক্রমণভাগের দুই খেলোয়াড় নিকোলাস জ্যাকসন ও মার্ক গুইউ চোটের কারণে বাইরে থাকায় বলের দখল ধরে রাখলেও অন টার্গেটে একটি শটও নিতে পারেনি চেলসি। হতাশাজনক হারে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মারেস্কার দল। অন্যদিকে ব্রাইটন ৩৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। জাপানি উইঙ্গার মিতোমা প্রথমার্ধের মাঝামাঝিতে অসাধারণ এক মুহূর্ত তৈরি করে ব্রাইটনের গোলের খাতা খুলেন। গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের লম্বা পাসের বল নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নিয়ে ত্রেভো চালোবাহকে কাটিয়ে দূর থেকে চমৎকার শটে গোল করেন তিনি।
চেলসির গোল পাওয়ার সবচেয়ে কাছাকাছি মুহূর্তটি আসে ৩৫ মিনিটে। অধিনায়ক এনজো ফার্নান্দেজ হেডে বল জালেও জড়ান। কিন্তু ব্রাইটনের ডিফেন্ডার জোয়েল ভেল্টমানকে ধাক্কা দেওয়ার কারণে গোলটি বাতিল হয়। এর ৩ মিনিট পরেই চেলসি আরও পিছিয়ে পড়ে। ড্যানি ওয়েলবিকের অ্যাসিস্টে গোলটি করেন ইয়ানকুবা মিন্তেহ। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাইটন। ৬৩ মিনিটে মিন্তেহ তার দ্বিতীয় গোল করেন। পোস্টের কাছ থেকে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন। ৭৩ মিনিটে মিতোমার দ্বিতীয় গোল করার সুযোগ ছিল। কিন্তু তার শট সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায়। ৮৫ মিনিটে ইয়াসিন আয়ারির পাস থেকে জোয়েল ভেল্টমানের শট পোস্টে লেগে ফিরে আসে। আর গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে চেলসি। ৯ নভেম্বর ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারানোর পর ঘরের মাঠে এটি ব্রাইটনের প্রথম প্রিমিয়ার লিগ জয়।
আরও পড়ুন
মন্তব্য করুন