ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
![](https://dailykaratoa.com/public/images/2025-02/sorok durghotona_original_1739619230.jpg)
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি নামক স্থানে পিকআপ ভ্যান চাপায় পথচারী ইমাম হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নিহত ইমাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়াড়া গ্রামের শামসুল হকের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনেরা জানান, ইমাম হোসেন পেশায় অটোরিকশা চালক ছিলেন। শনিবার বেলা ১১টার দিকে মীরহাটি এলাকায় তার অটোরিকশাটি রেখে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুনপরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন খবর পেয়ে পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. তানভীর হোসেন জানান, এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন