টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু
![](https://dailykaratoa.com/public/images/2025-02/train accident_original_1739620514.jpg)
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
মৃত ওই নারী মরিয়ম আক্তার তারিন (২২)। সে টঙ্গীর বনমালা রেলগেট এলাকার একটি ভাড়া বাসায় স্বামী আল-আমিন জাফরুল্লার সাথে বসবাস করতেন।
পুলিশ জানায়, শনিবার সকালে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস নামক ট্রেনের সাথে ধাক্কা লাগে মরিয়মের। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দুপুরে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
আরও পড়ুন
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্না বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রায়াধীন রয়েছে।
মন্তব্য করুন