নারায়ণগঞ্জে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২
![](https://dailykaratoa.com/public/images/2025-02/16_original_1739621040.jpg)
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপারেশন ডেভিল হান্টে এজহারভুক্ত আসামি জাতীয় পার্টির এক নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযানকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বন্দর থানা জাতীয় পার্টির সহ-সভাপতি আখি নূর চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে ছাত্রলীগের সক্রিয় সদস্য রাব্বি (২৩)।
আরও পড়ুনসিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। তারা দুজনই মামলার এজহারভুক্ত আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন