নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১৫ বিকাল
জবিতে মধ্য শা'বানের রাত ও রমাদানের প্রস্তুতি সভা
![](https://dailykaratoa.com/public/images/2025-02/Untitled Project_original_1739621647.jpg)
জবিতে মধ্য শা'বানের রাত ও রমাদানের প্রস্তুতি সভা
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মধ্য শা'বানের রাত ও রমাদানের প্রস্তুতি বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল রোজ রবিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে সকাল ১১ টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০০৮ নং রুমে উক্ত সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি, মূল আলোচক হিসেবে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এর সভাপতিত্বে সঞ্চালনা করবেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
মন্তব্য করুন