জামিনে মুক্ত হয়ে আবারও গ্রেফতার বগুড়ার আ’লীগ নেত্রী লিপি
![](https://dailykaratoa.com/public/images/2025-02/Caption news Karatoa (5)_original_1739631977.jpg)
স্টাফ রিপোর্টর : বগুড়ার আওয়ামী লীগ নেত্রী, বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক পত্নী মাহফুজা খানম লিপি (৪৫) জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে পুলিশ আবারও তাকে গ্রেফতার করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গত শুক্রবার বিকেলে উচ্চ আদালতের আদেশে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান মাহফুজা খানম লিপি। এরপর বাড়ি ফেরার পথে শহরের সাতমাথা এলাকা থেকে সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনবগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, গত ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার হন মাহফুজা খানম লিপি ও তার স্বামী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫২)। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। গ্রেফতারের পর স্বামী-স্ত্রী দু’জনেই কারাগারে ছিলেন। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন মাহফুজা খানম লিপি। সেই অনুযায়ী গত শুক্রবার বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পরে সদর থানার একটি হত্যাচেষ্টার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
মন্তব্য করুন