ভিডিও বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সংবাদ সম্মেলনে অভিযোগ

বগুড়ায় জোরপূর্বক নির্মাণ কাজ করছে পুলিশ কনস্টেবল

বগুড়ায় জোরপূর্বক নির্মাণ কাজ করছে পুলিশ কনস্টেবল, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় জোরপূর্বক জায়গা অতিক্রম করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত‘ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের বৃন্দাবন পাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী শাহানাজ ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, শহরের বৃন্দাবন পাড়ায় (পশ্চিম পাড়া) দীর্ঘ ৪০ বছর আগে জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন। গত ৩১ জানুয়ারী  মৃত হাফিজার  রহমানের ছেলে পুলিশ কনস্টেবল রেজাউল করিম ওরফে হিরো ও তার ভাই রানা তাদের বাড়ি নির্মান করার সময় পাশে তাদের জমির মধ্যে ঢুকে পড়ে ঢালাই কাজ করতে থাকে। এতে নিষেধ করার পরও তারা জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে। নিষেধ করার ফলে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদান এমন কি তাদের বিরুদ্ধে মামলা করারও হুমকি প্রদান করে। পরে বগুড়া পৌরসভায় অভিযোগ দায়ের করলেও কোন কাজ হয়নি।  

আরও পড়ুন

এদিকে স্থানীয় কাউন্সিলরের সাথে যোগসাজশ করে তার স্বামীকে উক্ত কাউন্সিলর অফিসে ডেকে নিয়ে তাকে ভূল বুঝিয়ে জোর পূর্বক কাউন্সিলরের প্যাডে স্বাক্ষর করে নেয় যাতে তিনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপার তানভীর ৭ দিনের রিমান্ডে

গুলিবিদ্ধ অবস্থায় ১৩ মামলার আসামি গ্রেপ্তার

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশীদের যত রেকর্ড

খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন 

কুয়েটের মেডিকেল সেন্টারে ভিসি-প্রো-ভিসি অবরুদ্ধ

বগুড়ায় বিশ্ববিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ স্থাপনের প্রস্তাব দিয়েছেন ডিসি বগুড়া