ভিডিও শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

গরু ক্ষেতের ধান খেয়ে ফেলায় গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

গরু ক্ষেতের ধান খেয়ে ফেলায় গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

নিউজ ডেস্ক:    সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের পশ্চিম বন্দে আস্তমা ও কামরূপদলং গ্রামবাসীর মধ্যে গরু ক্ষেতের ধান খাওয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সংঘর্ষ হয়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শনিবার বিকালে আস্তমা গ্রামের কৃষক বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খায়। বিষয়টি নিয়ে জমিতেই দুই কৃষকের মধ্যে বাকবিতণ্ড ও মারামারি হয়। পরে এই ঘটনায় দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

রবিবার আবারও দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে সংঘর্ষে জাড়িয়ে পড়েন উভয় গ্রামের লোকজন। ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন লোক আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় বেশ কয়েকজকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- আস্তমা গ্রামের আক্তার হোসেন (৩০), দুলাল মিয়া (২০), জুয়েল মিয়া (৩০), শামসুজ্জামান (২৮), নাছির আলী (৫০), আবদুল জলিল (৩০), খাইরুল আমীন (২৬), এমরান হোসেন (২৮), সাদিক মিয়া (৪৫), নুরুজ্জামান (৩৫) ও সৌরভ হোসেন (২৬)। কামরুপদলং গ্রামের বাতির আলী (৫৬), সুন্দর আলী (৭০), সুজন মিয়া (৩৫), কালাই মিয়া (২৭), মতিউর রহমান (৩২), শওকত আলী (২৭), নবী হোসেন (২২) ও শাফি আহমেদ (২৫)। তবে তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, “দুই গ্রামের লোকজন ব্যাপক সংঘর্ষের প্রস্তুতি নিয়ে এসেছিল। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। এখন পর্যন্ত কোনো আটক বা গ্রেপ্তার নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৩ জন গুরুতর আহত

দিতিকন্যা লামিয়ার গাড়ি ও পা ভেঙে দিয়েছে দুবৃত্তরা

নওগাঁর রাণীনগরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার

৩০ বছর পর বইমেলায় আরফানের বই ‘আমার একটু কথা ছিলো’

নামাজি সমাজ বানাতে পারলে অপরাধ প্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে-- ধর্ম উপদেষ্টা