ভিডিও শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

সুনামগঞ্জ-সিলেটে লাগাতার কর্মবিরতির ডাক

সুনামগঞ্জ-সিলেটে লাগাতার কর্মবিরতির ডাক,

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন শ্রমিকদের মালিকানাধীন নিলাদ্রি পরিবহন নামে একটি এসি বাস চলাচল করতে না দেওয়ার অভিযোগে কর্মবিরতির ডাক দেয়া হয়েছে ।সংগঠনটির নেতারা জানান, আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারির) মধ্যে বাস চলাচলের অনুমতি না দিলে পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন থেকে এই কর্মসূচির ঘোষণা দেন তারা।কর্মবিরতি ডাক দেওয়ার বিষয়টি সাংবাদিক’কে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ। 

পরিবহন শ্রমিকরা জানান, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে পাঁচ মাস আগে একটি এসি বাস কেনা হয়। শ্রমিকদের কেনা এসি বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধ দেয় সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতি। বাস চলাচলে অনুমতি পেতে দীর্ঘদিন সংশ্লিষ্টদের কাছে ধর্ণা দেওয়া হলেও উপেক্ষিত থাকছে দাবিটি। ফলে আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে বাস চলাচলের অনুমতি না দিলে পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন নেতারা। 

আরও পড়ুন

মানববন্ধনে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।

সুনামগঞ্জ বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া সাংবাদিক’কে বলেন, “আমাদের চারটি সংগঠন নিয়ে একটি ব্যানারে বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির নিলাদ্রি বাস চলছে। এখন তারা হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে আমাদের বাসের নামে বাস চালাতে চায়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৩ জন গুরুতর আহত

দিতিকন্যা লামিয়ার গাড়ি ও পা ভেঙে দিয়েছে দুবৃত্তরা

নওগাঁর রাণীনগরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার

৩০ বছর পর বইমেলায় আরফানের বই ‘আমার একটু কথা ছিলো’

নামাজি সমাজ বানাতে পারলে অপরাধ প্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে-- ধর্ম উপদেষ্টা