ভিডিও শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্স মামুনের সঙ্গে আপসের কোনো সুযোগ নেই : লায়লা

প্রিন্স মামুন ও লায়লা

বিনোদন ডেস্ক : ধর্ষণের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় আত্মসমর্পণ করে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। 

আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক সাবেরা সুলতানা খানম শুনানি শেষে এ আদেশ দেন। 

জানা গেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ জন্য আসামি প্রিন্স মামুন আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন।

এদিকে, মামুনের জামিন হওয়ার পরপরই গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে মুখ খুলেছেন লায়লা আখতার। এ সময় গণমাধ্যমকে তিনি জানান, মামুনের ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। মামুনের সঙ্গে ভবিষ্যতে আপোষের কোনো সুযোগ নেই বলেও জানান লায়লা।

আরও পড়ুন

লায়লা বলেন, ‘ন্যায়বিচার চাওয়ার কারণেই আজকে আমি আদালতে। এটা স্থাপন করতে চাই, মানুষ যত সেলিব্রেটি হোক না কেন, যত টাকা পয়সা থাকুক না কেন, সে তার প্রভাব ফেলে কোনো মেয়ের জীবন যেন নষ্ট করতে না পারে ইন ফিউচারে। যেমন আমরা অনেক নায়কের ক্ষেত্রে দেখেছি যে তারা একটা সম্পর্ক করেছেন কিন্তু পরবর্তীতে অস্বীকার করে গেছেন। সেরকম আমার মামলাটাও যেন উদাহরণ হয়ে থাকে, কেউ যেন এই অন্যায়টা আর করতে না পারে। যখন ইচ্ছা সম্পর্ক করবো, প্রকাশ্যে আনবো; কিন্তু স্বার্থ হাসিল হয়ে গেলে সেই সম্পর্ক অস্বীকার করবো। তার ফ্যান ফলোয়ারদের মাঝে যেন ভুল মেসেজ না যায়। তার ফ্যানরা যেন এসব কাজে উদ্ভুদ্ধ না হয়। অন্যায় আসলে সবকিছুই অন্যায়।’

প্রিন্স মামুন প্রসঙ্গে জানতে চাইলে লায়লা বলেন, ‘আমাদের আপসের আর কোনো সম্ভাবনা নাই। যেহেতু এতো বছরের আমাদের একটা ভাল বন্ডিংকে সে ডিনাই করে দিয়েছে, তার স্বার্থের জন্য, তো সেখানে আসলে আপসের কোনো সুযোগ নাই।’

এর আগে, গত বছরের ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা আখতার। এ মামলায় গ্রেফতারের পর গত ১১ জুন তাকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি শেষে আদালত তার জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ১ জুলাই তিনি জামিনে কারামুক্ত হন। তদন্ত শেষে গত ২৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুহাম্মদ শাহজাহান আদালতে এ অভিযোগপত্র দেন। এতে মামুনকে অভিযুক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রায় শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিলো জবি রিপোর্টার্স ইউনিটি

ইন্ডিয়ার কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সহায়তা করতে গিয়ে অভিযোগের মুখে জবি ছাত্রদল আহবায়ক

একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল, কর্মবিরতি স্থগিত

সাতক্ষীরায় সন্তানকে পুড়িয়ে হত্যার পর মাকে কুপিয়ে হত্যা