ভিডিও শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ট্রেনের ধাক্কায় বরের গাড়ি ছিটকে পড়লো ধান ক্ষেতে

ট্রেনের ধাক্কায় বরের গাড়ি ছিটকে পড়লো ধান ক্ষেতে

সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়লো বরের গাড়ি। ট্রেনের ধাক্কায় বিয়ের জন্য সাজানো প্রাইভেটকারটি অনেকটা দূরে ধানক্ষেতে গিয়ে পড়ে। এতে গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ পুরাতন রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে যাত্রী না থাকায় বড় প্রাণহানি থেকে রক্ষা হয়। ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত চালকের নাম মো. হুসেন আহমেদ (৩৫)। তিনি গোলাপগঞ্জের চৌধুরী বাজারের মৃত আওলাদ আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের জন্য প্রাইভেটকার সাজিয়ে সেটি নিয়ে বরের বাড়িতে যাচ্ছিলেন চালক। পথে ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিংয়ে ওঠার সঙ্গে সঙ্গে প্রাইভেটকারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চালক গাড়ি চালুর চেষ্টা করলেও চালু হয়নি। এ সময় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে প্রাইভেটকারের সামনের অংশে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার প্রায় ৩০ ফুট দূরে ধানক্ষেতে গিয়ে পড়ে।

আরও পড়ুন

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাশেদুল হক বলেন, ট্রেনের সঙ্গে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের চালককে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার পরিবারের লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তার বুকে প্রচণ্ড আঘাত লেগেছে।

 

ওসি মনিরুজ্জামান খান বলেন, ফেঞ্চুগঞ্জ পুরাতন রেলস্টেশনের ২০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটেছে। আহত চালককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ট্রাক, বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৬৩

গান বাজানোর জেরে মারপিটের পর বাসর ঘর ভাঙচুর

বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৩ জন গুরুতর আহত

দিতিকন্যা লামিয়ার গাড়ি ও পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

নওগাঁর রাণীনগরে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার