ভিডিও শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

দেশ বিদেশে ব্যস্ত ‘আই কিংস’

দেশ বিদেশে ব্যস্ত ‘আই কিংস’ ছবি ঃ অভি মঈনুদ্দীন

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। যার পুরো নাম মোঃ মাহমুদুল হক ইমরান। শুধু একজন গায়ক হিসেবেই নয়, একজন সুরকার, সঙ্গীত পরিচালক হিসেবেও ইমরান বেশ খ্যাতি অর্জন করেছেন।

আজ থেকে এক দশকেরও বেশি সময় আগে ইমরান, জনি, জিতু, মিঠু ও কাইয়ূম-এই পাঁচজন মিলে ব্যাণ্ড দল ‘আই কিংস’ গঠন করেছিলেন। এরপর থেকে যখন যেখানে ইমরান স্টেজ শো’তে পারফর্ম করতে গিয়েছেন নিজের দলকে সঙ্গে নিয়েই পারফর্ম করেছেন, দেশ বিদেশের সঙ্গীত পিপাসুদের গানে গানে মুগ্ধ করেছেন। ‘

আই কিংস’ প্রথম স্টেজ শো করেছিলো মালয়েশিয়া। এরপর থেকে আজ অবধি দেশের বাইরে জাপান, আমেরিকা, লণ্ডন, ভারত, কানাডা, অষ্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, বাহরাইন, থাইল্যাণ্ড’সহ আরো বহু দেশে শো করেছে ‘আই কিংস’। দেশের মধ্যে প্রায় ৫০টি জেলায় তারা শো করেছে ‘আই কিংস’।

গতকালও ঢাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০’তম প্রতিষ্ঠাবার্ষিকী’তে পারফর্ম করে ‘আই কিংস’।

আরও পড়ুন

আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও ঢাকার আশে পাশের জেলাগুলোতে স্টেজ শো’তে ব্যস্ত থাকবে ‘আই কিংস’। তবে দলের ড্রামার সজল কুমার সাহা মিঠু জানান, চলতি বছরে তাদের দলে লিড গীটারিস্ট হিসেবে মোঃ শাহরিয়ার সাঈদ (শুভ্র) যোগ দিয়েছেন। এর আগে এই স্থানে ছিলেন জিতু। দলে ভোকালিস্ট হিসেবে আছেন মোঃ মাহমুদুল হক ইমরান (ইমরান মাহমুদুল), বেজ গীটারে আছেন জাহাঙ্গীর আলম জনি, ড্রামস এ আছেন সজল কুমার সাহা মিঠু, কী বোর্ডে আছেন মোঃ কাইয়ূম খান ও লিড গীটারে আছেন মোঃ শাহরিয়ার সাঈদ (শুভ্র)।

‘আই কিংস’-এর এই সেটআপ আগামী ঈদে অর্থাৎ আগামী ৩১ মার্চ কাতারে, ১৯ এপ্রিল মালয়েশিয়া, ২৭ এপ্রিল সিঙ্গাপুর, ১ ও ৮ মে সৌদি আরবে স্টেজ শো’তে পারফর্ম করবে। এছাড়াও এরপরেও ইউরোপ আমেরিকায় ষ্টেজ শো’তে পারফর্ম করা নিয়ে আলাপ চলছে। ‘আই কিংস’র ভোকালিস্ট ইমরান বলেন,‘ জিতু ভাই আমেরিকা চলে যাবার কারণে তার স্থলাভিষিক্ত হলেন শুভ্র। তা না হলে আমাদের দল যা ছিলো ঠিক তাই থাকতো। তারপরও আই কিংস-নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে এ বছর থেকে।

আগামী ঈদ থেকে আই কিংস দেশের বাইরে স্টেজ শো’তে পারফর্ম শুরু করবে। সজল কুমার সাহা মিঠু বলেন,‘ আই কিংস একটা আবেগ ভালোবাসার নাম। আমাদের জীবনজুড়ে আই কিংস। দেশে বিদেশে এরইমধ্যে আই কিংস’র জন্য দর্শক শ্রোতার যে ভালোবাসা পেয়েছি তাতে আমরা মুগ্ধ। আগামীতেও আই কিংস’র জন্য আপনাদের এমন ভালোবাসাই থাকবে, এটা আমাদের বিশ্বাস।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রায় শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিলো জবি রিপোর্টার্স ইউনিটি

ইন্ডিয়ার কাছে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

ভর্তিচ্ছু শিক্ষার্থীকে সহায়তা করতে গিয়ে অভিযোগের মুখে জবি ছাত্রদল আহবায়ক

একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল, কর্মবিরতি স্থগিত

সাতক্ষীরায় সন্তানকে পুড়িয়ে হত্যার পর মাকে কুপিয়ে হত্যা